بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
যখন কিয়ামতের ঘটনা ঘটবে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১]
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
যার বাস্তবতায় কোন সংশয় নেই। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২]
خَافِضَةٌ رَّافِعَةٌ
এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩]
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪]
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫]
فَكَانَتْ هَبَاء مُّنبَثًّا
অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬]
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭]
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮]
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯]
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১০]
أُوْلَئِكَ الْمُقَرَّبُونَ
তারাই নৈকট্যশীল, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১১]
فِي جَنَّاتِ النَّعِيمِ
অবদানের উদ্যানসমূহে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১২]
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১৩]
وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১৪]
عَلَى سُرُرٍ مَّوْضُونَةٍ
স্বর্ণ খচিত সিংহাসন। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১৫]
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১৬]
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১৭]
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১৮]
لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:১৯]
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২০]
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
এবং রুচিমত পাখীর মাংস নিয়ে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২১]
وَحُورٌ عِينٌ
তথায় থাকবে আনতনয়না হুরগণ, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২২]
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
আবরণে রক্ষিত মোতির ন্যায়, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২৩]
جَزَاء بِمَا كَانُوا يَعْمَلُونَ
তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২৪]
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২৫]
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
কিন্তু শুনবে সালাম আর সালাম। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২৬]
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২৭]
فِي سِدْرٍ مَّخْضُودٍ
তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২৮]
وَطَلْحٍ مَّنضُودٍ
এবং কাঁদি কাঁদি কলায়, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:২৯]
وَظِلٍّ مَّمْدُودٍ
এবং দীর্ঘ ছায়ায়। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩০]
وَمَاء مَّسْكُوبٍ
এবং প্রবাহিত পানিতে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩১]
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
ও প্রচুর ফল-মূলে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩২]
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩৩]
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
আর থাকবে সমুন্নত শয্যায়। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩৪]
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاء
আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩৫]
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩৬]
عُرُبًا أَتْرَابًا
কামিনী, সমবয়স্কা। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩৭]
لِّأَصْحَابِ الْيَمِينِ
ডান দিকের লোকদের জন্যে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩৮]
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৩৯]
وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪০]
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪১]
فِي سَمُومٍ وَحَمِيمٍ
তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪২]
وَظِلٍّ مِّن يَحْمُومٍ
এবং ধুম্রকুঞ্জের ছায়ায়। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪৩]
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
যা শীতল নয় এবং আরামদায়কও নয়। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪৪]
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُتْرَفِينَ
তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪৫]
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪৬]
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ
তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪৭]
أَوَ آبَاؤُنَا الْأَوَّلُونَ
এবং আমাদের পূর্বপুরুষগণও! [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪৮]
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৪৯]
لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫০]
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫১]
لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫২]
فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ
অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫৩]
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫৪]
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
পান করবে পিপাসিত উটের ন্যায়। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫৫]
هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫৬]
نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫৭]
أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫৮]
أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৫৯]
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬০]
عَلَى أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬১]
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَى فَلَوْلَا تَذكَّرُونَ
তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬২]
أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬৩]
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬৪]
لَوْ نَشَاء لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬৫]
إِنَّا لَمُغْرَمُونَ
বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম; [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬৬]
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬৭]
أَفَرَأَيْتُمُ الْمَاء الَّذِي تَشْرَبُونَ
তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬৮]
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৬৯]
لَوْ نَشَاء جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭০]
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭১]
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِؤُونَ
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭২]
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭৩]
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭৪]
فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭৫]
وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭৬]
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
নিশ্চয় এটা সম্মানিত কোরআন, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭৭]
فِي كِتَابٍ مَّكْنُونٍ
যা আছে এক গোপন কিতাবে, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭৮]
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৭৯]
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
এটা বিশ্ব-পালনক র্তার পক্ষ থেকে অবতীর্ণ। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮০]
أَفَبِهَذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮১]
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮২]
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮৩]
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
এবং তোমরা তাকিয়ে থাক, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮৪]
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِن لَّا تُبْصِرُونَ
তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮৫]
فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮৬]
تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ? [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮৭]
فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
যদি সে নৈকট্যশীলদের একজন হয়; [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮৮]
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّةُ نَعِيمٍ
তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৮৯]
وَأَمَّا إِن كَانَ مِنَ أَصْحَابِ الْيَمِينِ
আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯০]
فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯১]
وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়, [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯২]
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯৩]
وَتَصْلِيَةُ جَحِيمٍ
এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯৪]
إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
এটা ধ্রুব সত্য। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯৫]
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। [সুরা ওয়াক্বিয়া -
৫৬:৯৬]